Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

হবিগঞ্জ সদর উপজেলা ভুমি অফিসের সাংগঠনিক কাঠামো নিন্মোক্ত (ছবি চিত্র) কাঠামোতে বর্তমানে বিদ্যমান আছে। এ উপজেলায় ভূমি অফিসে  সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালনে ০১ জন অফিসার নিয়োগ করা থাকে। ২। উপজেলা ভূমি সংক্রান্ত স্ক্যাচম্যাপ তৈরী এবং পরিমাপ করার জন্য, সার্ভেয়ার , ৩ অফিসের দাপ্তরিক কার্যক্রম ও  হিসাব সংরক্ষণের জন্য ০১ জন  নাজির , ০৩ জন অফিস সহকারী,  ০১ জন কম্পিউটার অপারেটর, ০২ জন জারীকারক, ০২ জন এমএলএসএস, ২ জন নিরাপত্তা প্রহরী ও ০১ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত রয়েছে। হবিগঞ্জ সদর  উপজেলা ভূমি অফিসের  সাংগঠনিক কাঠামো নিম্নে দেওয়া হলঃ

 

  • সহকারী কমিশনার (ভূমি) -১জন 
  • সার্ভেয়ার -১জন
  • প্রধান সহকারী কাম নাজির-১ জন
  • অফিস সহকারী - ৩ জন। 
  • কম্পিউটার অপারেটর -১জন। 
  • প্রসেস সার্ভার- ২ জন
  • এমএলএসএস- ২ জন।
  • নিরাপত্তা প্রহরী - ১জন।